top of page
BANGABONDHU.jpg
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিকড়ের কবিদের কবিতায়
স্মরণ, শ্রদ্ধাঞ্জলি
sikor logo 1.png

মৌলিক বজ্র কণ্ঠস্বর আজও

ওয়াহিদ জালাল

 

আর কতোকাল তোমাকে খুঁজব আমি,

ক্লান্ত কিংবা বৃদ্ধ বেলায়?

কতো কিছু পলাতক সম্পর্কের মতোন তার

সৌন্দর্য বুক বরাবর ডুবিয়ে সোনার নদীতে ডুব দিলো,

চারপাশের ইতিহাসে ভাসছে কতো জনমের বারমাসি।

সময়ের শরীরে খুব আগ্রহী হয়ে পড়ে রঙিন পোশাক

আমি চেয়ে চেয়ে দেখি আবার অদৃশ্য হয়ে যায় ।

 

যখন আকাশের গলা ছিঁড়ে পূর্ব দিগন্তে

লটকে পড়ে লাল সূর্যের আলো,

রক্তের বিনিময়ে সেই ঝরে পড়া রোদ কুড়িয়েছে মানুষ

তুমি যাদের কাছে ছিলে চিরকালের জ্যোতি।

সেদিন যন্ত্রণার গাঢ় আঁধার ঠেলতে ঠেলতে সাহসের নৌকায় উঠেছিলো বিশ্বাসী যাত্রীরা

তাদের বুনিয়াদ দিনে দিনে পরিপক্ব।

আজ আমার স্বপ্ন আমাকেই খুঁজে বেড়ায়

তার অনুতাপের জ্বালায়?

 

যে ধারালো অদৃশ্য শূন্যতা কষ্টের ফরিয়াদ

কবজ করে এনে বৃদ্ধের সমবয়সী মৃত্যুর হাতে

যৌবন ধরিয়ে দেয়,

সেই যৌবনে সূর্যের দর্শন নিয়ে গর্ব করে

স্বাধীন পতাকা তলে দাড়িয়ে

তোমার মৌলিক বজ্র কণ্ঠস্বর আজও।

কবিতা

ওয়াহিদ জালাল

wjalal.jpg
bottom of page